Block App For Android - Best Trick for Android User



আমরা কেউই চাইনা যে আমাদের ফোনটি অন্য কেউ ব্যবহার করুক কারণ ফোন একটি পার্সোনাল জিনিস আর সেই পার্সোনাল জিনিসটি অন্য কেউ ঘাটাঘাটি করুক সেটা কেউই চায় না কিন্তু তা সত্ত্বেও অনেক সময় আমাদের ফ্যামিলির সদস্যরা অথবা আমাদের বন্ধুরা আমাদের পার্সোনাল ফোনটি চেয়ে থাকে | 




আমরা দিতে চাই না কিন্তু দিতে অনেক সময় বাধ্য হতে হয় আর তারা ফোনটা হাতে পাওয়ার সাথে সাথেই আমাদের পার্সোনাল ফাইলগুলো ওপেন করা শুরু করে যেমন :- গ্যালারি ,ফেসবুক ,হোয়াটসঅ্যাপ, যেগুলো অন্য কেউ ওপেন করুক আমরা একদমই চাইনা বা আমাদের অপছন্দ |



  তখন আমরা কি করি বিভিন্ন অ্যাপ লক অ্যাপ্লিকেশন ইনস্টল করি আর সেগুলো ব্যবহার করি কিন্তু সেই অ্যাপ লক অ্যাপ্লিকেশন গুলো আনইন্সটল করে দিলেই আমাদের পার্সোনাল জিনিসগুলো আমাদের বন্ধু বান্ধব ঘাটাঘাটি করতে পারে |




কিন্তু এই ব্লক অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনি আপনার বাছাই করা অ্যাপ্লিকেশন মানে আপনি চান না যে অ্যাপ্লিকেশনগুলো অন্য কেউ ওপেন করুক সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো সময়ের সাথে ব্লক করে রাখতে পারেন |


মনে করুন আপনার হোয়াটসঅ্যাপ এক ঘন্টার জন্য ব্লক করে রাখতে চান কারণ আপনার ফ্যামিলির কোন মেম্বার আপনার ফোনটি নিয়েছে এক ঘন্টার জন্য আর সে এক ঘন্টার মধ্যেই আপনার ফোনটা আপনার কাছে রিটার্ন করে দেবে | আর সেই এক ঘন্টা পর্যন্ত এই ব্লগ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ টাকে ব্লক করে রাখতে পারবেন |


সে যদি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করে তাহলে শো করবে এই এপ্লিকেশনটি ব্লক এটি ব্যবহার করা যাবে না |


এবং সে বুঝতেই পারবে না যে এই ট্রিকটি আপনি কিভাবে ব্যবহার করেছেন|  তার মনে হবে যে সত্যি হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে আপনার ফোনে কোন সমস্যা হয়ে গেছে এবং আপনার নির্দিষ্ট যে সময় সময়টুকু ব্লক করে রেখেছেন সেই সময় শেষ হয়ে গেলে আবার অটোমেটিক হোয়াটসঅ্যাপ আনলক হয়ে যাবে এবং আপনি ব্যবহার করতে পারবেন | এই Block App ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন | ক্লিক করার সাথে সাথে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং ওখান থেকেই আপনি খুব সহজে ইন্সটল করে নিতে পারবেন |
এই ধরনের নতুন এপ্লিকেশন পেতে প্রতিদিন ভিজিট করুন :- https://www.syberbangla.com এই ওয়েবসাইটে অথবা আপনার প্রিয় ইউটিউব চ্যানেলটি তে :-https://www.youtube.com/channel/UCBIaJWgaHLJgoLO8kujJOPQ

Post a Comment

0 Comments