How To Find YouTube Video Tags Using Phone

ফোন থেকে যারা ইউটিউবে কাজ করেন অথবা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ।

ফোন থেকে YouTube ভিডিওর জন্য ট্যাগ খোজার উপায় |


আপনার কাছে বা যারা নতুন ইউটিউবার হয়তো তাদের কাছে মনে হতে পারে ফোন থেকে আপনার  ভিডিওর জন্য টপ রেঙ্ক এর ট্যাগ খোঁজা খুবই কঠিন একটি কাজ । আসলে এটা একদমই কঠিন না এটি খুবই সাধারন একটি কাজ বা ট্রিক।

এই পোস্টটি থেকে আপনি জানতে পারবেন আপনার ফোন থেকে আপনি কিভাবে খুব সহজে আপনার ভিডিওর জন্য ট্যাগ খুঁজতে পারেন ।

প্রথমে যে কাজটি করতে হবে :-

এজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে । তারপরে আপনি যে বিষয়ে ভিডিওটি তৈরি করেছেন বা যে ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড করবেন । সেই বিষয়ে নিয়ে ইউটিউব সার্চ বারে সার্চ করা শুরু করলে নিচে যে সাজেশন গুলো পাবেন আসলে সেই গুলো আপনি আপনার ভিডিও ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন ।

সাজেশন ক্যানো ট্যাগ হিসেবে ব্যবহার করবেন :-

কারণ ওই বিষয়ে সবথেকে যে Keyword ইউটিউবে সার্চ করা হয়েছে বা লোকে সবথেকে বেশি সার্চ করেছে । সেই keyword 'টি নিচে সাজেশন হিসেবে দেখাচ্ছে এবং সেই সাজেশন গুলো আপনার ভিডিওর ট্যাগ হিসেবে ব্যবহার করলে অনেকটাই সম্ভাবনা থাকে সার্চ রেঙ্কএ আসার ।

ভিডিও দেখে বিস্তারিত জানুন :-

আরো ভালোভাবে বিস্তারিত জানার জন্য নিচে দেয়া ভিডিওটি অনুসরণ করতে পারেন ।

Video Topic :- How To Find Tags YouTube Video Using Phone

Post a Comment

0 Comments